Skip to main content

Posts

Featured

মসকুইটো, মুলাঘদের ক্রিকেট সফর - Australian Aboriginals In 1868

     সবাই জানে মসকুইটো বা ডিক-এ-ডিক অথবা টু পেনি কোনো মানুষের নাম হতে পারে না। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ১৮৬৮ সালের জুন মাসে এইরকম নামেরই কিছু ক্রিকেটার এমসিসির বিপক্ষে ক্রিকেট খেলেছিলেন। তাঁদের খেলা দেখেছিলেন ক্রিকেটের জনক ডব্লিউ জি গ্রেস(১৮৪৮-১৯১৫) এবং প্রশংসাও করেছিলেন।             এঁরা কারা? আসলে এঁরা ছিলেন অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল ক্রিকেটার । অর্থাৎ সেই সুদূর অতীত থেকে যে কৃষ্ণাঙ্গ মানুষেরা অস্ট্রেলিয়ার আদি বাসিন্দা অর্থাৎ ভূমিপুত্র, তাঁরাই সেদিন সদলবলে ইংল্যান্ডে গিয়েছিলেন ক্রিকেট খেলতে।             এখানে সালটা লক্ষ্যণীয়, ১৮৬৮। অর্থাৎ শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ানদের টিম লর্ডসের মাঠে নামার ১০ বছর আগে এবং বহুল প্রচারিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার ১৪ বছর আগে।             আজ অস্ট্রেলিয়া টিমে একজনও কৃষ্ণাঙ্গ ভূমিপুত্রের স্থান নেই। কেন নেই সে কথা কারোর মাথাতেও আসে না। অথচ আসল অস্ট্রেলিয়ান তো তাঁরাই!             অস্ট্রেলিয়ার সিডনির শহরতলিতে একজন ক্রিকেট কোচ থাকতেন। তাঁর নাম চার্লস লরেন্স(১৮২৯ - ১৯১৭)। তাঁর হোটেল ব্যবসাও ছিল। অ্যাবরিজিনালদের নিয়ে একটি

Latest Posts